ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা পাবে সিগাল
এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে সিগাল হোটেলসের সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। এই পার্টনারশিপে সিগাল হোটেলসের কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি এবং ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং সেবার আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং সিগাল হোটেলসের ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুম ইকবাল।
সিগাল একটি ফাইভ স্টার ডিলাক্স হোটেল, যা কক্সবাজারে বঙ্গোপসাগরের নয়নাভিরাম তীর ঘেঁষে অবস্থিত। অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম প্রাকৃতিক দৃশ্য নিয়ে সিগাল, ভ্রমণপ্রিপাসু অতিথিদের জন্য আরামদায়ক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য সেরা গন্তব্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিগাল হোটেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. গাজী কে রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. ফারুক আহমেদ চৌধুরী এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজার মো. সাদিকুর রহমান।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম, হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল সেলস (ইউনিট-৬) এ কে এম ফজলুল হক এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ও হেড অব এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশন জেবুন নাহার প্রমুখ।
গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে তাদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, এই চুক্তিটি তারই প্রতিফলন।