ফের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ল ১৮৭৮ টাকা
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ৮৭৮ টাকা বেশিতে বেচাকেনা হবে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮ টায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা আগামীকাল থেকে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪০ হাজার ২৭১ টাকায় বেচাকেনা হবে।
আজ বুধবার বাজুসের স্ট্যাডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আজ বুধবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকায় বেচাকেনা হয়, যা আগামীকাল থেকে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা বেচাকেনা হবে। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৪ হাজার ২৫৭ টাকায় বেচাকেনা হবে। যা আজ বুধবার ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯২ হাজার ৯৩৯ টাকায় বেচাকেনা হয়েছে।