ট্রেড লাইসেন্স নবায়নে ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের : বিডা চেয়ারম্যান

প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে উদ্যোক্তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি সেশন আলোচনায় তিনি এ তথ্য জানান। সেশনটির মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট সেশনের চারদিনের উদ্বোধনী সম্মেলনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন।
ট্রেড লাইসেন্স নবায়ন প্রসঙ্গে চৌধুরী আশিক মাহমুদ বলেন, ব্যবসা করার ক্ষেত্রে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়াসহ সরকারি লাল ফিতার দৌরাত্ম্য অনেক বেশি। প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে উদ্যোক্তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
৪০টি দেশের ৫শর বেশি-বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এসব বিনিয়োগকারীকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চল ঘুরিয়ে দেখানো হবে। বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই মন্তব্য করে তিনি বলেন, স্টার্টআপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারেন না। এ কারণেই বাংলাদেশ ব্যাংক প্রায় ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করতে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।