কেন্দ্রীয় সভাপতির নামে ভাইরাল ভিডিওটি ভুয়া : ঢাবি ছাত্রদল
দুদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের নামে ২ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শ্রাবন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বরাবরই ভিডিওটি সুপার এডিট বলে দাবি করেছেন।
এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের চেহারার মিল রেখে কোনো একজনের শরীরে মুখাবয়ব প্রতিস্থাপনের মধ্য দিয়ে ‘ডিপফেইক’ প্রযুক্তি ব্যবহার করে আওয়ামী কুচক্রী মহল একটি ভিডিও ভাইরাল করেছে যা সম্পূর্ণভাবে মিথ্যা, ভুয়া ও জালিয়াতি ছাড়া কিছু না।’
আজ বুধবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান সাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সার্বভৌম দেশের অবৈধ পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক দাসত্বের শর্তে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার ভারতের আশীর্বাদ লাভের তথ্য ফাঁসের ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া ও গণধিক্কারকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা হিসেবে আওয়ামী গুজবচক্রবাজেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের চরিত্র হননের নিকৃষ্ট ও গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।’