যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
যশোরের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। তার নাম সাকিব হোসেন (২৭)। তিনি জেলা ছাত্রদল নেতা। এ ঘটনায় ফাহিম বিশ্বাস নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাকিব ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সহসম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারে যশোর থেকে ঝিকরগাছার উদ্দেশে ফিরছিলেন সাকিব ও ফাহিম। দ্রুতগতির প্রাইভেটকারটি উপজেলার কীর্তিপুর মোড়ে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হন। এ সময় গুরুতর আহত হন ফাহিম। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গতকাল রাতে উপজেলার কীর্তিপুর মোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। প্রাইভেটকারটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিব নামে একজন নিহত হন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।