গুগলে চাকরি পেলেন জাবি’র মনিকৃষ্ণ
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মনিকৃষ্ণ রায়। তিনি জাবির
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৪২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার দুপুরে বিভাগের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রভাষক অনুপ মজুমদার তথ্যটি নিশ্চিত করেন।
মনিকৃষ্ণ গুগলের ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। এদিকে, গুগলে যোগ দেওয়ার খবরটি মনিকৃষ্ণ রায় নিজেই তাঁর ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন।
মনিকৃষ্ণ রায় গুগলে যোগদানের আগে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষার্থী মনিকৃষ্ণ রায়ের এমন সাফল্য উচ্ছ্বসিত জাবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষক অনুপ মজুমদার বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিশ্বের সেরা সেরা টেক জায়ান্ট প্রতিষ্ঠানে আইটি এক্সপার্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছে। মনিকৃষ্ণ রায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দিয়েছে। এ ছাড়া মুকিত হাসান নামের আরেক জন সাবেক শিক্ষার্থীও গুগল ও মাইক্রোসফট থেকে অফার পেয়েছেন। তবে, এখনও যোগ দেননি। প্রতিবছরই বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। যা আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। মনিকৃষ্ণ রায়ের এ সাফল্য অর্জন বর্তমান শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।’