জাবিতে যুব রেড ক্রিসেন্টের ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু ও অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি ও দুর্যোগে তাৎক্ষনিক সাহায়তা এবং সেবা প্রদান করতে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত জাবি ‘যুব রেড ক্রিসেন্ট (আর সি ওয়াই)। ভর্তিচ্ছুদের পাশাপাশি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরও এ উদ্যোগের আওতায় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে জাবি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ তিনটি দলে সমাজ বিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ, জীববিজ্ঞান অনুষদের সামনে ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করছে।
ইতোপূর্বে যুব রেড ক্রিসেন্ট সদর দপ্তর থকে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসনের উপস্থিতিতে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ এর জন্য চারটি তাবু, দুইটি হ্যান্ড মাইক, চারটি প্রাথমিক চিকিৎসা বাক্স, তিনটি স্ট্রেচার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জেকেট, ২৪টি ক্যাপ জাবি যুব রেড ক্রিসেন্ট ইনচার্জ মহিবুর রৌফ শৈবালের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জাবি যুব রেড ক্রিসেন্ট ইনচার্জ এবং নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবাল বলেন, ‘ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যরা আগত আহত ভর্তিচ্ছু পরীক্ষার্থী, অভিভাবকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করছে এবং গুরুতর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এছাড়াও মনসামাজিক সহযোগিতা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষার স্থান খুঁজে পেতে সাহায্য-সহযোগিতা করছে এবং বিভিন্ন জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালাচ্ছে।’