রেড ক্রিসেন্ট সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ত্রাণ উপদেষ্টার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার (২৩ মার্চ) সকালে রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ দুর্যোগে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু সমন্বয়হীনতার অভাবে এর সুফল আমরা পাই না। দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্ট আরও সমন্বিত ভূমিকা রাখবে প্রত্যাশা করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. শেখ আবু জাফর, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনূস, এয়ার কমোডর (অব.) শাহে আলম, মহাসচিব ড. কবির এম আশরাফ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের পরিচালক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফাসহ রেড ক্রিসেন্ট ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০তলা বিশিষ্ট ৭৫ হাজার বর্গফুটের এ ভবন নির্মাণে মোট ব্যয় হবে ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। সরকারের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০২৬ সালের জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।