জাবিতে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম শুরু
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যুব রেড ক্রিসেন্ট’ (আরসিওয়াই) সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ‘যুব রেড ক্রিসেন্ট দল’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইউনিট চিফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিটের ত্রিবার্ষিক কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
গতকাল শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সদর দপ্তরের কর্মকর্তা ও ইউনিট চিফের মধ্যে স্মারক বিনিময় হয়। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন পরিবহণ অফিসে সংগঠনের কার্যালয় পরিদর্শন করেন।
সভায় ‘যুব রেড ক্রিসেন্ট’ সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহকারী পরিচালক মো. শামসুল ইসলাম, ডেপুটি ইউনিট চিফ জাহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান কিশোর মজুমদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ও সাবেক স্বেচ্ছাসেবক মৃধা মো. শিবলী নোমান, শিক্ষানবিশ স্বেচ্ছাসেবক মনজুরুল ইসলাম ও ‘যুব রেড ক্রিসেন্ট দল’ জাবি ইউনিট চিফ মহিবুর রৌফ শৈবাল ছিলেন।
যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহকারী পরিচালক মো. শামসুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘যুব রেড ক্রিসেন্ট’ পাঠ্যধারা ও কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়াকে আমরা স্বাগত জানাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রেড ক্রিসেন্ট আন্দোলনে যোগদান করবে বলে আমরা আশা করি।
ইউনিট চিফ মহিবুর রৌফ শৈবাল বলেন, মহামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় জাবি যুব রেড ক্রিসেন্ট দল কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আজকের ত্রিবার্ষিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। সংগঠনের জন্য আমরা অফিস বরাদ্দ পেয়েছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ হাজার অংশীজনকে (শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক) বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। এ ছাড়াও যুব রেড ক্রিসেন্ট সদস্য সংগ্রহ এবং মানবতার সেবার ব্রতীতে উদ্বুদ্ধকরণে নানান ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।’
উল্লেখ্য, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০১৮ সালের ১০ আগস্ট বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘যুব রেড ক্রিসেন্ট দল’ প্রতিষ্ঠিত হয়।