ঢাবির সান্ধ্যকোর্সের সেই ভর্তি পরীক্ষা হয়নি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকোর্সের নীতিমালা প্রণয়ন না হওয়ার আগে আজ শুক্রবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যবসায় শিক্ষা অনুষদ। এ নিয়ে এনটিভি অনলাইনসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তা বাতিল করা হয়েছে।
পরীক্ষা বাতিলের তথ্যটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মো. আবু তালেব। তিনি বলেন, ‘পরীক্ষা হওয়ার ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আমাদের পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন। এজন্য এটি বাতিল করা হয়েছে।’
রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিন সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁদের বলা হয়েছে, আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে। এক শিক্ষার্থী তাঁর ফোনে একটি খুদেবার্তা দেখান। তাতে লেখা রয়েছে, ‘দুঃখিত, অনিবার্য কারণবশত আজকের এমবিএ (সান্ধ্যকালীন) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।’
এ ছাড়া পরীক্ষার কেন্দ্র আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফটকেও একই কথা লেখা একটি কাগজ লাগানো রয়েছে।
এদিকে, এই ভর্তি পরীক্ষার ব্যাপারে কিছুই জানতেন না উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তাঁরা উভয়ই গতকাল বৃহস্পতিবার রাতে এনটিভি অনলাইনকে বলেন, এখন তো সব বন্ধ আছে। তাছাড়া নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা নয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নীতিমালা না হওয়া পর্যন্ত সন্ধ্যা কোর্সে ভর্তি পরীক্ষা না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল বিজনেস ও অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৯টি বিভাগের সন্ধ্যাকালীন কোর্স ও চারটি প্রফেশনাল কোর্সে প্রতি বছর প্রতিটি সেশনে ৭২০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়।