বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণ : আন্দোলনের দ্বিতীয় দিনে মশাল মিছিল
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দ্বিতীয় দিনে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁরা এ মশাল মিছিল করেন। ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে বেধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে জনসম্মুখে আনতে না পারায় বিকেল ৪টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।
প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হওয়া মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা ঐ স্থানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, এই মামলায় গতকাল তিন জনকে এবং আজ শুক্রবার আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিক্টিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। আমরা এটা নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসনের বেধে দেওয়া ২৪ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা বিকেল চারটা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।