বাউবির অনার্স পরীক্ষা শুরু ২৬ নভেম্বর
আগামী ২৬ নভেম্বর থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করে বাউবি।
পরীক্ষা সূচি অনুযায়ী, প্রথম দিন (২৬ অক্টোবর) শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য পরিচিতি এবং বাংলা ভাষা ও সাহিত্য (জিই) অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২০২৩ সালের ২৭ জানুয়ারি।