বাউবির ১২, ১৩ ও ১৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/10/open_university.jpg)
বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১২, ১৩ ও ১৪ জুলাইয়ের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১০ জুলাই) বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২, ১৩ ও ১৪ জুলাই তারিখের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এই স্থগিত পরীক্ষাগুলোর তারিখ জানানো হবে।