ঢাকায় প্রথম সামসুল হক, দ্বিতীয় রাজউক উত্তরা
এসএসসির ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে সেরা হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় অবস্থান আছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
প্রাপ্ত ফল থেকে এ তথ্য জানা গেছে। দুপুরে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
গণভবনে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুই-ই কমেছে। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে। মাদ্রাসা বোর্ডে গড় পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ।
দুপুর ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল এবং ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৭৩ হাজারের কিছু বেশি। পাস করেছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। এ ছাড়া পাঁচ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শত ভাগ পাস করেছে।