সেরা ২০
শীর্ষে বরিশাল ক্যাডেট কলেজ
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে সেরা ২০টি স্কুলের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। বোর্ডে দ্বিতীয় হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
urgentPhoto
এবার বরিশাল বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ।
বোর্ডে তৃতীয় বরিশাল জিলা স্কুল, চতুর্থ তাসলিমা মেমোরিয়াল অ্যাকাডেমি, পঞ্চম পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়, ষষ্ঠ বরগুনার বাগিরহাট মাধ্যমিক বিদ্যালয়, সপ্তম পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, অষ্টম পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়, নবম বরগুনার ছোট বাগি পি কে মাধ্যমিক বিদ্যালয়, দশম বরিশালের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়, ১১তম পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশন, ১২তম ভোলা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ১৩তম ভোলা সরকারি বিদ্যালয়, ১৪তম পিরোজপুরের কালাদোনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ১৫তম বরিশালের কাজীরচর মাধ্যমিক বিদ্যালয়, ১৬তম বরিশালের ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ১৭তম বরিশালের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ১৮তম ঝালকাঠির রাজপুর পাইলট বালিকা বিধ্যালয়, ১৯তম পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ২০তম বরগুনার চড়কগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়।
বরিশাল ক্যাডেটের ৫৫ জন পরীক্ষার্থীর শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থী ৫৫ জন।