বিদেশের কেন্দ্রে জেদ্দার বাংলাদেশ স্কুল প্রথম
দেশের বাইরে আটটি কেন্দ্রে বাংলাদেশের সঙ্গে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম স্থানে আছে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল। এ স্কুল থেকে এসএসসিতে অংশ নেওয়া ৮০ শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১ জন।
এর পরের স্থানে রয়েছে রিয়াদের বাংলাদেশ অ্যামবাসি স্কুল। স্কুলটির ৮৪ জন পরীক্ষার্থীর ৭৮ জন পাস করেছে। পাসের হার ৯২.৮৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১৯ শিক্ষার্থী।
তৃতীয় স্থানে ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল। স্কুলটিতে পাসের হার ৮৭.৫ ভাগ। আটজন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সাতজন। জিপিএ ৫ পেয়েছে একজন।
এরপর রয়েছে কাতারের দোহারে বাংলাদেশে মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুলের অবস্থান। ৭১ জন শিক্ষার্থীর শতভাগ পাস, জিপিএ ৫-এর সংখ্যা ১৬। আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল আছে পঞ্চম অবস্থানে। ২১ জন শিক্ষার্থীর পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে পাঁচজন শিক্ষার্থী। বাহরাইনের মানামার বাংলাদেশ স্কুলেও শতভাগ পাস করেছে। তবে শতভাগ পাস করলেও ১২ জন পরীক্ষার্থীর কেউই জিপিএ ৫ পায়নি।
সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমা শহরের বাংলাদেশ ইসলামিয়া স্কুলে মোট ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। স্কুলটি থেকে জিপিএ ৫ পেয়েছে একজন।
দেশের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে অষ্টম অবস্থানে আছে ওমানের বাংলাদেশ স্কুল সাহাম। সাতজনের শতভাগ পাস করলেও এ স্কুল থেকেও কেউ জিপিএ ৫ পায়নি।
গণভবনে আজ শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।