জাবিতে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স কোর্স চালু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্স চালু করা হচ্ছে। জাবির সরকার ও রাজনীতি বিভাগে চালু হচ্ছে এক বছর মেয়াদি এ স্নাতকোত্তর কোর্স।
আবেদন
এরই মধ্যে এ কোর্সে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। আগ্রহীরা সরকারি ও রাজনীতি বিভাগের অফিস থেকে নির্ধারিত মূল্যের বিনিময়ে এ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
১. সামাজিক বিজ্ঞান/কলা বিষয়ে স্নাতকোত্তর বা অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি;
২. তিন বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। এ ছাড়া কমপক্ষে ২ দশমিক ৫ জিপিএসহ ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস/বিডিএস বিষয়ে স্নাতক ডিগ্রি;
৩. যেকোনো বিষয়ে তিন বছর মেয়াদি বিএ/বিএসএস/বিকম/বিএসসি ডিগ্রি।
তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
কোর্সের মেয়াদ
তিন সেমিস্টার মেয়াদি এই স্নাতকোত্তর কোর্স চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০১৬ সালের আগস্টে শেষ হবে।
ক্লাসের সময়সীমা
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।
শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া
মোট দুই ধাপে শিক্ষার্থী নির্বাচন করা হবে। প্রথমে আবেদনকৃতদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কোর্স ফি
শিক্ষার্থীদের ভর্তি ফি এককালীন ২০ হাজার টাকা দিতে হবে। প্রতি তিন সেমিস্টার ফি হিসেবে প্রতি সেমিস্টার ২০ হাজার টাকা হারে ফি দিতে হবে।
গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিভাগের নিজস্ব ওয়েবসাইটে : www.govpoliju.com এবং ফোন: ৮৮৮ ৮৮৮৮ ও ০১৮৮৮ ৮৮৮ ৮৮৮ নম্বরে।