ঢাবিতে ভর্তির আবেদন শুরু ২০ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাবি জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ আগস্ট শুরু হয়ে ৬ সেপ্টেম্বর রোববার পর্যন্ত অব্যাহত থাকবে।
গত ১১ জুন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।