রাবিতে জাতিসংঘ বিষয়ক কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতিসংঘবিষয়ক কর্মশালা করেছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আরইউমুনা)। আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
আরইউমুনার সভাপতি মানিক ঘোষ আপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (বিইউমুনা) সাধারণ সম্পাদক রাতুল দেব, সোশ্যাল বিজনেস ইয়ুথ নেটওয়ার্কের সদস্য কাজী সৌমিক, ফাহমিদা আফরোজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘আরইউমুনার মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের পেশাদারিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী প্রজন্ম গঠনে এ ধরনের সংগঠনের কোনো বিকল্প নেই।’
ছাদেকুল আরো বলেন, ‘এই ক্যাম্পাসে ৮০-এর দশকে কিছু সাংস্কৃতিক সংগঠন ছাড়া সামাজিক কোনো সংগঠন ছিল না। ৯০-এর দশকে এ ধরনের সংগঠনগুলোর পথচলা শুরু হওয়ার পর আমরা দ্রুত উন্নতি লাভ করেছি। সাধারণ শিক্ষার্থীরা আরইউমুনার মতো সংগঠনগুলো থেকে উপকৃত হচ্ছে।’
এ ছাড়া আরইউমুনার সদস্যসহ দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তাঁদের জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয়।