স্কলাসটিকা আন্তস্কুল বিতর্কে জয়ী অ্যাকাডেমিয়া
স্কলাসটিকা আন্তস্কুল বিতর্ক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাকাডেমিয়া স্কুল আর রানারআপ সানিডেল। ঢাকা ও চট্টগ্রামের খ্যাতনামা ১৫টি স্কুল ও কলেজের ৩৬টি দলের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা গত শনিবার শেষ হয়। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছে অ্যাকাডেমিয়ার শেখ রিফায়েত সৃজন।
ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ফরম্যাটে অনুষ্ঠিত স্কলাসটিকা আন্তস্কুল বিতর্ক টুর্নামেন্ট, ২০১৫-এর সমাপনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা রাশেদুল হাসান স্ট্যালিন। সভাপতিত্ব করেন স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ। টুর্নামেন্টের মডারেটরের দায়িত্ব পালন করেন মাজেদ আবদুর রহমান। প্রধান বিচারক ছিলেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ফারদিন আমিন।
নিটল ইনস্যুরেন্স ও অ্যাকুয়া পেইন্টের সৌজন্যে স্কলাসটিকার উত্তরা সিনিয়র শাখার বিতর্ক ক্লাব আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানারআপ ছাড়াও ঢাকার ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ, নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ, স্কলাসটিকার মিরপুর শাখা, রাজউক উত্তরা মডেল কলেজ, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, আগা খান স্কুল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল ও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল এবং চট্টগ্রামের সম্মিলিত দল অংশ নেয়।