শাবিতে উপাচার্যবিরোধী আন্দোলন অব্যাহত
উপাচার্যের পদত্যাগের দাবিতে অষ্টম দিনের মতো সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনকারীরা প্রতি দিনের মতো উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
এতে আজ সোমবারও কার্যালয়ে বসতে পারেননি উপাচার্য মো. আমিনুল হক ভুইয়া। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক রয়েছে।
আন্দোলনকারীরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপাচার্য কার্যালয় ঘেরাও অব্যাহত থাকবে।
এদিকে উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া ছাত্রলীগ আজও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিক্ষকদের একাংশের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। দুপুর ১টার দিকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফুটকোর্টে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা অবিলম্বে উপাচার্য কার্যালয়ের তালা খুলে দিয়ে প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানান।