শাবি উপাচার্যের অপসারণ দাবিতে পদযাত্রা
উপাচার্যের পদত্যাগের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষকদের একাংশ। উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার বেলা সাড়ে ১১টায় তাঁরা উপাচার্যের বাসভবন অভিমুখে পদযাত্রা ও বাসভবনের সামনে সমাবেশ করেন।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের’ ব্যানারে সকাল ৭টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষকরা। তাদের অবস্থানের কারণে আজ দুপুর পর্যন্ত কার্যালয়ে আসেননি উপাচার্য।
বেলা সাড়ে ১১টায় শিক্ষকদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবন অভিমুখে পদযাত্রা করে। এ সময় পুলিশ তাঁদের ঘিরে রাখে। পদযাত্রাটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় আন্দোলনকারী শিক্ষকরা বলেন, উপাচার্য আমিনুল হক ভূঁইয়া এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আমরা চাই তিনি স্ব-সম্মানে আজই এখান থেকে পদত্যাগ করেন।
এ ছাড়া উপাচার্যকে শাবিপ্রবি থেকে সরিয়ে নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমানের সঞ্চালনায় ও আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, ড. শাহেদ আহমেদ, সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দীন, অধ্যাপক রোকসানা আখতার ও অধ্যাপক ড. মো. ইউনুছ।
উপাচার্যকে ‘হীরক রাজা’ আখ্যা দিয়ে আন্দোলনকারী শিক্ষকরা দাবি করেন, সরকারের ওপরের মহল থেকে উপাচার্যের অপসারণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন তাঁরা।
সমাবেশ শেষে তারা আবারও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।