শিক্ষার ওপর ভ্যাট, শিক্ষার্থীদের মৌন মিছিল
বেসরকারি বিশ্ববিদ্যালেয়র ওপর ৭.৫% ভ্যাট আরোপের প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে "নো ভ্যাট অন এডুকেশন" ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে মৌন সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ধানমণ্ডির ৭/এ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ (ইউল্যাব) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর" প্রধান সমন্বয়ক ফারহান হাবীব। এ সময় অন্য সমন্বয়কারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দীন খালেদ জয়, সানি আহমেদ, ফজলে রাব্বী খান, জাহিন ফারুক আমিন, জাহিন জাহিদ গগন, সালাউদ্দিন মিঠু, আতিকুর রহমান রাজুসহ অনেকে।
আগামী ৯ জুলাই ধানমণ্ডি ৭/এ সড়কে সকাল ১১টা থেকে প্রতিবাদী কার্টুন প্রদর্শনী, সড়ক আল্পনা ও পথ নাটকের আয়োজন করেছে সমন্বয় কমিটি।
গত ৫ জুলাই প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের আলটিমেটাম ঘোষণা করে ‘নো ভ্যাট অন এডুকেশন’।