ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি বিষয়ে রিটের আদেশ কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ গ্রহণের সুযোগ চেয়ে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিবিশন বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাবিতে ছাত্রছাত্রীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেত। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ এ সুযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে যায়। এর বিরুদ্ধে আবেদন করলে আদালত রুল জারি করেন। আজ রুলের ওপর শুনানি শেষে আগামীকাল এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এফ এম মেসবাহ উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে টেলিফোনে জানান, ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় শুধু ওই বছর এইচএসসিতে উর্ত্তীণরাই অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নেয়। সেই হিসেবে চলতি বছরের ভর্তি পরীক্ষা থেকে ওই সিদ্বান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।
গত ১৬ মার্চ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবকের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
রুলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে ওই সিদ্ধান্ত বাতিল করে আগের মতো ভর্তির সুযোগ রেখে নতুন করে সিদ্ধান্ত কেন দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা কমিটির সম্পাদক, একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। গত দুই দিন রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার বিবরণে বলা হয়, এইচএসসি উত্তীর্ণরা এত দিন টানা দুইবার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পেত। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সীমিত করে নতুন নিয়ম করে। এই নিয়ম অনুযায়ী এইচএসসি পাস করা শিক্ষার্থীরা একবার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে। ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকাতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় হাজার ৫৮২ আসনের বিপরীতে মোট তিন লাখ এক হাজার ১৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।