একই তারিখে চবি ও রাবিতে ভর্তি পরীক্ষা
একই সময়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফলে বিপাকে পড়তে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় দুটিতে ভর্তিচ্ছুরা। একই সঙ্গে পরীক্ষার তারিখ নির্ধারণ করায় যেকোনো একটি বিশ্ববিদ্যালকেই বেছে নিতে হবে তাঁদের। এ ঘটনায় রাবি ও চবি কর্তৃপক্ষ একে অপরের ওপর দায় চাপিয়েছে।
জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৬ অক্টোবর নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটি গত ৮ জুন এ সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে একই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২-৩০ অক্টোবর গ্রহণের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত ১০ জুন চবি প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
একই সময়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা এনটিভি অনলাইনকে বলেন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারণে হয়েছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন না। তাই এমনটা হয়েছে।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান চবি রেজিস্ট্রার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (একাডেমিক) এইচ এম আসলাম হোসেন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরবির্তন করার সম্ভাবনা খুবই কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আট দিন রেখেছে, আমরা রেখেছি চারদিন। তারপরও আগামী ৩ আগস্ট ভর্তি পরীক্ষার সংক্রান্ত উপকমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হবে।
এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৭ অক্টোবর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ থেকে ৩১ অক্টোবর। এ ছাড়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই তারিখে। ফলে বিগত দুটি সেশনে ভর্তিচ্ছুরা একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি।