রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহালের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার জন্য ভর্তি পরীক্ষা কমিটিকে সুপারিশ করেছে উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবহানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষার উপকমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ফলে চলতি বছর উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের সঙ্গে গত বছর পাস করা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। তবে এ ক্ষেত্রে উপকমিটির সুপারিশ ভর্তি পরীক্ষার মূল কমিটিতে অনুমোদন হতে হবে।
গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শুধু ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর আগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল।
এদিকে চলতি শিক্ষাবর্ষে ভর্তি আবেদন অনলাইনে শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া গত বছরের চেয়ে এ বছর ভর্তির আবেদন যোগ্যতাও বাড়ানো হয়েছে।
ভর্তি উপকমিটির সদস্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, ‘ভর্তি উপকমিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগবঞ্চিত মেধাবীদের নিয়ে আলোচনা হয়। সার্বিক দিক বিবেচনা করে এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহালের জন্য সুপারিশ করা হয়েছে।’
খাদেমুল ইসলাম মোল্লা আরো জানান, আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। মানবিক শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫-সহ মোট জিপিএ ৭ দশমিক ৫ পেতে হবে। যা আগে ছিল ৭। ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫-সহ মোট জিপিএ ৮ থাকতে হবে। যা আগে ছিল ৭ দশমিক ৫। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫-সহ মোট জিপিএ ৮ দশমিক ৫ পেতে হবে। যা আগে ছিল ৮। এ ছাড়া আইন বিভাগে ৪০টি আসন কমানো হয়েছে বলেও জানান তিনি।
জানতে চাইলে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুল বারী এনটিভি অনলাইনকে বলেন, ‘উপকমিটির সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মূল কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবহান এনটিভি অনলাইনকে বলেন, ‘কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে তা ভর্তি পরীক্ষা মূল কমিটি চূড়ান্ত অনুমোদন দিলে কার্যকর করা হবে।’