সিলেটে ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলার দ্রুত বিচার দাবি
সিলেটে ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে রাবি ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এর আগে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ওই জামায়াত-শিবির ও বিএনপির দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা প্রধানমন্ত্রীর সফলতাকে মেনে নিতে পারছে না। একই সাথে তারা এ দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না।’ এ সময় তিনি সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থেকে এসব অপচেষ্টার বিরুদ্ধে রুঁখে দাড়ানোর আহ্বান জানান।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে সহসভাপতি এরশাদ আলী জুয়েল, হাবিবুল্লাহ নিক্সন, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনের রাস্তায় গতকাল সোমবার দুপুরে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন যুবক ছাত্রলীগের কর্মী শাহীন আহমদ (২২) ও আবুল কালাম আসিফের (১৮) ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।