এমফিল ও পিএইচডি ভর্তির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আর্টস গ্রুপ, সোশ্যাল সায়েন্স গ্রুপ, ন্যাচারাল সায়েন্স গ্রুপ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স গ্রুপ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ যথাক্রমে ১২, ১৩, ১৪ ও ১৭ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১১ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের নির্ধারিত তারিখে তাঁদের গবেষণা প্রস্তাবনা এবং সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণী এসব জানানো হয়েছে।