ছুটি শেষে রাবির হল খুলছে বৃহস্পতিবার
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল খুলছে আগামীকাল বৃহস্পতিবার। কাল থেকে চলবে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। আর ক্লাস শুরু হবে শনিবার (২৫ জুলাই) থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ঈদের ছুটি উপলক্ষে গত ৯ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়। আগামী শনিবার ২৫ জুলাই থেকে তা পুনরায় শুরু হবে। আর হলগুলো ১১ থেকে ২২ জুলাই পর্যন্ত বন্ধ আছে। বৃহস্পতিবার থেকে সব হল খুলে দেওয়া হবে।