ঈদের বন্ধের মধ্যে জাবিতে বৃক্ষনিধন
ঈদের বন্ধের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও নির্বিচারে বৃক্ষ নিধন করছে প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে গাছ কাটা শুরু হয়।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান জানান, ১২টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে কাঁঠাল, আকাশমণি ইত্যাদি গাছ রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আখতার হোসেন বলেন, এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ জায়গাটি পরিদর্শন করে বিজ্ঞান কারখানা নির্মাণের জন্য দেখিয়ে দেন। পরে দরপত্র ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গাছ কাটার নোটিশ দেওয়া হয়।
এদিকে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে স্থাপনা নির্মাণের নামে এতগুলো গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পাসের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের সমন্বয়ক সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘ক্যাম্পাস খুললে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়ে আমরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামব।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ক্যাম্পাসে এমন কোনো জায়গা নেই যেখানে গাছ না কেটে স্থাপনা নির্মাণ করা যাবে। প্রয়োজনে স্থাপনা নির্মাণের পর আমরা ওই জায়গায় আরো বিপুল পরিমাণে বৃক্ষ রোপণ করব।’