ইবিতে পরিবহন চলাচল বন্ধ করলেন ছাত্রলীগের সাবেক নেতারা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে পরিবহন আসা-যাওয়া বন্ধ করে দেন।
এতে শিক্ষার্থী নিয়ে সকালে ক্যাম্পাসে প্রবেশ করা বাস পুনরায় শিক্ষার্থী-শিক্ষকদের কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আনতে আর বের হতে পারেনি। বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে আসতে না পারায় কয়েকটি নির্ধারিত ক্লাস অনুষ্ঠিত হয়নি।
এদিকে পূর্ব নির্ধারিত অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড বন্ধ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে উপাচার্য ড. আব্দুল হাকিম সরকার বলেন, ‘কয়েকজন চাকরি প্রত্যাশী ক্যাম্পাসে বাধা দিয়ে বাস বন্ধ করে দিয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
ঈদের ছুটি শেষে গত ২৫ জুলাই ক্যাম্পাস চালু হয়। এর আগে ২২ জুন থেকে ২৫ জুন ক্যাম্পাসের প্রশাসন ভবনের সব কার্যালয়ে তালা ঝুলিয়ে অচলাবস্থার সৃষ্টি করে বহিরাগত চাকরি প্রত্যাশীরা। এ ছাড়া এর আগে বাসচাপায় ছাত্র মৃত্যুর ঘটনায় দীর্ঘ চার মাস বন্ধ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়।