পাবিপ্রবির নতুন ডিন ড. এম আবদুল আলীম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম। আগামী ১ আগস্ট থেকে দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
বর্তমান ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. মীর খালেদ ইকবাল চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় এম আবদুল আলীমকে নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এম আবদুল আলীম ১৯৭৬ সালের ১ ডিসেম্বর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামে জন্মগ্রহণ করেন। আবদুল কুদ্দুস ও জাহানারা বেগমের সন্তান আবদুল আলীম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ‘রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি এডওয়ার্ড কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও ঢাকা কলেজে চাকরি করেন।
২০১২ সালের ১১ জানুয়ারি আবদুল আলীম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন। বর্তমানে বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ‘পাবনায় ভাষা আন্দোলন’ বিষয়ে গবেষণা করে তরুণ লেখকদের জন্য প্রবর্তিত সম্মানজনক পুরস্কার ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪’ লাভ করেন। এর আগে কৃতিত্বের জন্য লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার ও কাহ্নপা সাহিত্যচক্র সম্মাননা।
আলীমের লেখা গ্রন্থগুলো হচ্ছে, পাবনা অঞ্চলের লোকসংস্কৃতি (২০০৮), বাংলা কাব্যের স্বরূপ ও সিদ্ধি-অন্বেষা (২০০৯), বন্দে আলী মিয়া : কবি ও কাব্যরূপ (২০০৯), রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ (২০১০), বাংলা বানান ও উচ্চারণ শিক্ষা (২০১১), পাবনার ইতিহাস (সম্পাদনা, ২০১৩), সুচিত্রা সেন (২০১৪)। সম্পাদিত পত্রিকা ও জার্নাল : কালবৈশাখী, রুদ্র, কৃষ্ণপ্রহর, সাহিত্য গবেষণাপত্র প্রভৃতি।