হরতালেও জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহনও নির্ধারিত সময় অনুযায়ী চলবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হরতালে যাতায়াত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন গ্রুপে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
রাকিব শুভ নামের এক ভর্তিচ্ছু লিখেছেন, ‘আগামীকাল সকালে এক্সাম, আবার হরতালও। আমি ভেবেছিলাম রামপুরা থেকে জাবিতে যাব, কিন্তু কাল কী অবস্থা দাঁড়ায় তা নিয়েও কনফিউজড। সাভারের আশপাশেও নাকি সব হোটেল বুকড হয়ে গেছে অলরেডি। কোনো বড় ভাই আছেন যে শুধু আজকের রাতটার জন্য থাকার ব্যবস্থা করে দিতে পারবেন প্লিজ।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আশা করি রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না।
আমাদের কাছে যে রকম ইনফরমেশন আছে- রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না। আর যদি সেরকম কোনো পরিস্থিতি হয় আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
আগামীকাল বৃহস্পতিবার ‘সি’ ও ‘সি১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।