জাবিতে চাকরির বয়স কমছে, শিক্ষকদের ক্ষোভ
শিক্ষকদের চাকরির বয়সসীমা কমিয়ে আনতে বিশেষ সিনেট অধিবেশন আহ্বান করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেট ভবন অবরোধ করে রেখেছে শিক্ষক সমিতি।
আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকেলের দিকে সিনেটররা অধিবেশনে যোগ দিতে এলে তাঁদের সিনেট ভবনে প্রবেশে বাধা দেন শিক্ষকরা। অধিবেশনে শিক্ষকদের চাকরির মেয়াদ দুই বছর কমিয়ে ৬৭ থেকে ৬৫ বছরে নামিয়ে আনার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি চাকরির বয়স কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করলেও তা উপেক্ষা করে হঠাৎ আজ বিশেষ সিনেট অধিবেশন আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অবরোধের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘শিক্ষকদের চাকরির বয়সসীমা সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজকে সিনেট অধিবেশন অবরোধ করা হয়েছে। আমরা ২টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু করেছি। এর মধ্যে প্রশাসন শুভ উদ্যোগ নিলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।’
এক বছর আগে শিক্ষকদের চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে ৬৫ থেকে ৬৭ বছরে উন্নীত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকরির মেয়াদ দুই বছর কমানো হলে অন্তত ২৫ শিক্ষককে এখনই অবসরে যেতে হবে বলে অভিযোগ করেছেন শিক্ষক সমিতির নেতারা।