কুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৩০ অক্টোবর এই ফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এই ফল প্রকাশ করল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নির্ধারিত সময়ের আগেই এ ফল প্রকাশ করতে পারার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগামী ২৫ নভেম্বর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২৫ জানুয়ারি।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত জানতে লগইন করতে পারেন www.kuet.ac.bd এই ঠিকানায়।
গত ২০ অক্টোবর শুক্রবার কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৪টি বিভাগে মোট এক হাজার পাঁচটি আসনের বিপরীতে মোট ১০ হাজার ৪৭৭ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেন।