পাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুক্রবার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ছাড়াও শহরের ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
এবার ৯১০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ৮১ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৫ জন শিক্ষার্থী। পরীক্ষা ঘিরে সাত স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বেশ সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলার সময়ে পরীক্ষা কক্ষ ও কেন্দ্রগুলো বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে। পরীক্ষা চলাকালে জালিয়াতি ঠেকাতে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। পরীক্ষা কক্ষের শৃঙ্খলাভঙ্গসহ জালিয়াতি, প্রতারকচক্রসহ যেকোনো অনিয়মের বিষয়ে জানতে পারলে (প্রক্টর-০১৭১১-২১০৯০৭, পুলিশ কন্ট্রোল রুম- ০৭৩১-৬৫০৭৭, ওসি, পাবনা সদর থানা-০১৭১৩-৩৭৪০১৬) এই নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোনো ভর্তিচ্ছুর বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ পাওয়া গেলে প্রমাণসাপেক্ষে তাঁর ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইমাম গাজ্জালী স্কুল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম. মনসুর আলী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), সরকারি মহিলা কলেজ, শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়, গোপাল চন্দ্র ইনস্টিটিউট (জি সি ইনস্টিটিউট), সেন্ট্রাল গার্লস হাই স্কুল, পাবনা কলেজ, সিটি কলেজ, জাগির হোসেন একাডেমি আদর্শ গার্লস হাইস্কুলসহ মোট ১৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনটি ইউনিটের মধ্যে অ১- ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৪ হাজার ৮২৭ জন, অ২ -তে আবেদনকারী এক হাজার ৪৬৯ জন,ই ইউনিটে ১৬ হাজার ১১৩ জন এবং ঈ ইউনিটে ৮ হাজার ৬৭২ জন আবেদন করেছে।
ঈ ইউনিট সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত, ই ইউনিট বেলা ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত, অ১ ইউনিট বিকেল ৩.৩০ থেকে ৪.৩০, অ২ ইউনিট ৩.৩০ থেকে ৫.১৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য www.pust.ac.bd এবং pust.cloudonebd.com -এ পাওয়া যাবে।