দুই ইউনিটের ফল প্রকাশে দেরি, সংশয়ে শিক্ষার্থী-অভিভাবক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাতদিন পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এতে ফল প্রকাশ ও উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফলপ্রার্থী ও তাঁদের অভিভাবকরা।
গত ২২ অক্টোবর রাবির কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর ধারাবাহিকভাবে ২৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এখন পর্যন্ত এই দুই ইউনিটের ফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। এতে করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই ইউনিটের ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা।
ভর্তিচ্ছু কয়েকজনের অভিভাবক অভিযোগ করে বলেন, দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো খুব দ্রুত পরীক্ষার প্রকাশ করলেও রাবিতে অনেক সময় লাগে। তাঁরা উত্তরপত্রের স্বচ্ছ মূল্যায়ন নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
রাবিসংলগ্ন মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা ভর্তিচ্ছু আবিরের বাবা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে এবার রাবিতে পরীক্ষা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে এখনো ফল না হওয়ায় খুবই চিন্তায় আছি।’
রাজশাহী নগরীর কাজলা এলাকার ভর্তিচ্ছু সাকিবের মা হোসনে আরাও একই অভিযোগ করেন।
ভর্তিচ্ছু আফরিন আহমেদ বলেন, ‘‘পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয় ওএমআর মেশিনে। এ আর ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল প্রায় পঁচাত্তর হাজার। ওএমআর মেশিনে এই কয়টি খাতা দেখতে খুব বেশি সময় লাগার কথা নয়।’’
নথি ঘেঁটে জানা যায়, বিগত সালগুলোতেও ফল প্রকাশে এমন ধীর গতি লক্ষ্য করা যায়। ২০১৩ ও ২০১৪ সালে ফল প্রকাশে সাতদিন,২০১৫ সালে প্রায় ১৫ দিন সময় লাগে কর্তৃপক্ষের। তবে গত বছর দ্রুত ফল প্রকাশ করলেও এ বছর আবার বিলম্ব হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাবির পরীক্ষা শেষ হওয়ার পরের দিন গত শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার দুই দিন পর আজ রোববার ফল প্রকাশ করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গত ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ১৮ অক্টোবর। এই বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল সন্ধ্যা কিংবা পরের দিনের মধ্যেই প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কম সময়ে ফল প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়জার রহমান বলেন, ‘উত্তরপত্রগুলো ওএমআর মেশিনে স্ক্যান করতে হয়। গত শুক্রবার পর্যন্ত এ উত্তরপত্রগুলো স্ক্যান হয়েছে। এবার পরীক্ষার্থী বেশি হওয়ায় ফল প্রকাশে একটু সময় লাগছে।’
কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম এইচ তাকী বলেন, ‘প্রতিদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উত্তরপত্র মূল্যায়ন নিয়ে একটু সময় লাগছে। আশা করছি খুব দ্রুতই ফল প্রকাশ হবে।’
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন,‘ফলাফল তৈরির কার্যক্রম চলছে। আগামী ৩০ তারিখের পর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।’
জানতে চাইলে রাবির উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘ফল প্রকাশের প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।’
এ বছর রাবিতে নয়টি ইউনিট ও দুটি ইনস্টিটিউটে চার হাজার ৬৩৬টি আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০টি আবেদন জমা পড়ে।