রাবির কলা ও বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও বিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।
এর মধ্যে ‘এ’ ইউনিটের ৯৪১টি আসনের বিপরীতে ‘এ-১’ শিফট থেকে ১৫০৬ এবং ‘এ-২’ শিফট থেকে ১৫২৯ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১২ নভেম্বর ‘এ-১’ শিফট ও ১৩ নভেম্বর ‘এ-২’ শিফটভুক্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ডিনস কমপ্লেক্সে সাক্ষাৎকার নেওয়া হবে।
কলা অনুষদের ডিন এফ এম এ এইচ তাকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। অনলাইনে প্রদত্ত ছকের সবগুলো পছন্দক্রম ফরমে উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এ ছাড়া পরীক্ষার হলে পরিদর্শকের সই করা প্রবেশপত্রটিও আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য মনোনীত মোট ১২১৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘এ-১’ শিফট থেকে ৬৪১ এবং ‘এ-২’ শিফট থেকে ৫৭৬ জনকে মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলাভবন ও শহীদুল্লাহ কলাভবনে অনুষ্ঠিত হবে।
নাট্যকলা বিভাগে ভর্তির ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত মোট ৭১৯১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘এ-১’ শিফট থেকে ৩৬১৪ এবং ‘এ-২’ শিফট থেকে ৩৫৭৭ জনকে মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর নাট্যকলা বিভাগে অনুষ্ঠিত হবে।
সংগীত বিভাগে ভর্তির ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত মোট ৪২৬৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ‘এ-১’ শিফট থেকে ২০১৯ এবং ‘এ-২’ শিফট থেকে ২২৪৮ জনকে মনোনীত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর সংগীত বিভাগে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আখতার ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদভুক্ত থেকে ‘সি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। পরে ২৩ নভেম্বর মেধাতালিকা অনুযায়ী চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া পরীক্ষার উত্তরপত্রে যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তির চয়েজ দিয়েছে, তাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আগামী ১৩ নভেম্বর প্রকাশ করা হবে।
সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এ ছাড়া পরীক্ষার হলে পরিদর্শকের সই করা প্রবেশপত্রটিও আনতে হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd-তে পাওয়া যাবে।