ইবির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২৫ থেকে ২৯ নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু একই দিনে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কারণে পরীক্ষার সময় পিছিয়ে ১ থেকে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরো বলেন, ভর্তি আবেদন ১৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত করার কথা ছিল। কিন্তু আবেদনের সময় নয় দিন বাড়িয়ে ১৯ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এ ছাড়া ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
ভর্তি কমিটির এই সভায় সভাপতি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফসহ সব অনুষদের ডিন, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।