রুয়েটে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে রুয়েটে এক হাজার ১১৫টি আসনে ভর্তির জন্য ছয় হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ‘ক’ ও ‘খ’ গ্রুপের প্রার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা একই দিনের সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন-কম্পিউটার, ট্যাব ও মোবাইল ফোন ইত্যাদি বহন নিষিদ্ধ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৭ নভেম্বর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ruet.ac.bd) প্রকাশ করা হবে।