রাবিতে ৩ ডিসেম্বর থেকে ভর্তি শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ (সম্মান) ভর্তি প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন ইউনিটের ভর্তি শুরু হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভর্তি প্রক্রিয়া চলবে।
নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো পরীক্ষার্থী ভর্তি হতে না পারলে তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে বলেও ওয়েবসাইটে উল্লেখ করা হয়।
নিজ নিজ অনুষদের অধিকর্তাদের দ্বারা স্বাক্ষরিত ওয়েবসাইটে সাতটি ইউনিটের ভর্তি শুরুর তারিখ প্রকাশ করা হয়েছে। ইউনিটগুলো হচ্ছে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘জি’, ‘এইচ’, ‘আই’ এবং ‘জে’ ইউনিট।
ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) প্রথমবর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য প্রার্থীদের প্রথম নির্বাচন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার পরীক্ষার্থীদের ভর্তি আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ১১ ডিসেম্বর। তবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে- ইংরেজি, সংগীত, নাট্যকলা বিভাগে ভর্তিকৃত পরীক্ষার্থীরা ছাড়া সব বিভাগই অটো-মাইগ্রেশনের আওতাভুক্ত থাকবে।
অন্যদিকে ইংরেজি বিভাগের পরীক্ষার্থীদের ভর্তি আগামী ৩ ডিসেম্বর শুরু হলেও শেষ হবে ১০ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
‘বি’ ইউনিটে (আইন অনুষদ) ১ থেকে ৮০ পর্যন্ত মেধাতালিকাভুক্ত প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যেই ভর্তি হতে হবে। আসন শূন্য থাকলে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ১২ থেকে ১৯ এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে।
‘সি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তিচ্ছুদের আগামী ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বিজ্ঞান অনুষদে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সি ইউনিটের ওয়েবসাইটে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম নির্বাচন তালিকা যথাক্রমে আগামী ৬, ১২, ১৮, ও ২৩ ডিসেম্বর থেকে তাদের অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি শুরু করা হবে বলেও ওয়েবসাইটে বলা হয়।
‘জি’ ইউনিটের (কৃষি অনুষদ) ভর্তি প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
‘এইচ’ ইউনিটের (প্রকৌশন অনুষদ) ভর্তি প্রক্রিয়া ৩ ডিসেম্বর থেকে শুরু হবে এবং এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ৬ ডিসেম্বর দুপুর দেড়টার মধ্যে। প্রতিদিন ভর্তি প্রক্রিয়া চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। শূন্য আসনের জন্য আগামী ৭ ডিসেম্বর দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।
‘আই’ ইউনিটে (চারুকলা অনুষদ) বিভিন্ন বিভাগে আগামী ৩ ডিসেম্বর থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
‘জে’ ইউনিটের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) বিবিএ ভর্তি প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে আসন শূন্য থাকলে ১১ ডিসেম্বরের পরে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে বলেও বিবিএর ওয়েবসাইটে বলা হয়েছে।
তবে বাকি ইউনিটগুলোর ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘বাকি ইউনিটগুলোর ভাইভা (স্বাক্ষাৎকার) এখনো শেষ হয়নি। তাদের ভাইভা শেষ হলে তারপর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’ তবে সব ইউনিটের ভর্তির কার্যক্রম আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানান তিনি।