শিশু হত্যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
রাকিব-রাজনসহ সব শিশু হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে যে পরিমাণ শিশু হত্যা বেড়েছে তাতে দেশের সচেতন নাগরিক হিসেবে বসে থাকার উপায় নেই। শিশু হত্যার মতো এ ধরনের নৃশংস কাজের বিরুদ্ধে এখনই সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, এসব ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেন পুনরায় কেউ এ ধরনের দুঃসাহস না দেখায়। আর এ জন্য সরকারকে সব হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ফয়জার রহমান, অধ্যাপক সুলতানা মোস্তফা খানম প্রমুখ।