চালু হলো এশিয়ার বৃহত্তম ই-লাইব্রেরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এশিয়ার বৃহত্তম ই-লাইব্রেরি চালু করা হয়েছে। এতে বিশ্বের ৩৫টি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনার বই পড়ার সুবিধা উন্মুক্ত হয়েছে।
সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে লাইব্রেরিটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন প্রমুখ।
বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক ই-লাইব্রেরি সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের মুক্ত থাকতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ব্যবসায় শিক্ষা অনুষদের ছয় হাজার ৯২ শিক্ষার্থী ও ২০৮ জন শিক্ষক ই-লাইব্রেরির সুবিধা নিতে পারবেন।