সাত দাবিতে রাবি গ্রন্থাগার প্রশাসককে স্মারকলিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের নষ্ট শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) মেরামতসহ সাত দফা দাবিতে প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসককে এ স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে গত শনিবার গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। গ্রন্থাগার প্রশাসককে শিক্ষার্থীদের স্বাক্ষরসংবলিত একটি অনুলিপিও জমা দেন তাঁরা।
ছাত্র ইউনিয়নের দাবিগুলো হলো—কেন্দ্রীয় গ্রন্থাগারের নষ্ট এসি অবিলম্বে মেরামত করতে হবে; বই গ্রহণ, ফেরত ও ফটোকপি করার সুযোগ গ্রন্থাগার চালু থাকার পুরো সময়জুড়ে দিতে হবে; সব বিভাগের সঙ্গে আন্তঃসম্পর্ক উন্নয়ন করে প্রয়োজনীয় বইয়ের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে; বইয়ের ক্যাটালগ ডিজিটালাইজ করতে হবে; কম্পিউটার কক্ষে সব শিক্ষার্থীর প্রবেশাধিকার দিতে হবে; অডিও ভিজ্যুয়াল ও ই-বুক বিষয়ে সব বিভাগে প্রচার ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়াশোনা ও আলোচনার জন্য পর্যাপ্ত কক্ষের ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী বলেন, ‘গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ঘুরে শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন আমাদের নেতাকর্মীরা। আজ সেই গণস্বাক্ষরের কপিসহ সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি গ্রন্থাগার প্রশাসককে দেওয়া হয়েছে। তিনি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।’
গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘তাদের দাবিগুলো খুবই যৌক্তিক। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত সেই দাবিগুলো বাস্তবায়ন করা হবে।’