স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাকৃবির শিক্ষকদের কর্মবিরতি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণসহ চার দফা দাবিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছেন। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ বেতন কমিশন গঠন, অধ্যাপকদের বেতন সিনিয়র সচিদের সমতুল্য করা, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন ক্রমানুসারে নির্ধারণ করা, রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী পদমর্যাদাগত অবস্থান নিশ্চিত করা, প্রযোজ্য ক্ষেত্রে গাড়ি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির পাশাপাশি সমাবেশে বক্তব্য দেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইকবাল, অধ্যাপক ড. শাহানুর রহমান প্রমুখ।