টিএসসিতে চলছে ‘ফিল্ম ফর ফ্রেশারস’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত দুইদিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘ফিল্ম ফর ফ্রেশারস’ আজ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ‘স্টপ জেনোসাইড’, ‘স্টিমরোলার অ্যান্ড দ্য ভায়োলিন’,‘দ্য পিয়ানিস্ট’,‘দ্য জেনারেল’ ও ‘অপুর সংসার’ প্রদর্শন করা হচ্ছে।
চলচ্চিত্র উৎসব উপলক্ষে সোমবার সকাল থেকেই টিএসসি প্রাঙ্গণে চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উদয় নাফিস বলেন, ‘শুধু আমাদের জন্য এমন একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন প্রথম বর্ষের অনেককেই চলচ্চিত্র সম্বন্ধে উৎসাহী করে তোলার জন্য বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’ আয়োজকদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ চিশতী কানন বলেন, ‘ধ্রুপদী ও আধুনিক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভিতর শিল্পমান সমৃদ্ধ চলচ্চিত্র দেখার অভ্যাস গড়ে তুলতে এবং নবীন দর্শকদের চলচ্চিত্রের সাথে পরিচয় করিয়ে দিতে সর্বদা সচেষ্ট। তারই উৎসব কেন্দ্রিক রূপ ফিল্ম ফর ফ্রেশারস।’
আগামীকাল ১৮ আগস্ট সমাপনী দিনে প্রদর্শিত হবে, জ্যাংগো আনচেইনড (সকাল ১০টা), সূর্য দীঘল বাড়ী (দুপুর ১টা), বেকাস (বিকেল ৪টা) ও দ্য বাইসাইকেল থিফ (সন্ধ্যা ৬টা ৩০মিনিট)।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনা মূল্যে এই আসরের চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। ভর্তির পে-ইন স্লিপ অথবা আইডি কার্ড সাথে আনলেই তাঁরা যেকোনো চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সারা বছরই বিভিন্ন চলচ্চিত্র উৎসব আয়োজন করে থাকে। এর মধ্যে ফিল্ম ফর ফ্রেশারস নামক চলচ্চিত্র উৎসবটি শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ারর উদ্দেশে তথা বিশ্বচলচ্চিত্র সম্বন্ধে তাঁদের আগ্রহী করে তোলাই এই উৎসবটির মূল লক্ষ্য। ২০০৩ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই উৎসব নিয়মিতভাবে আয়োজন করে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সদস্য। দীর্ঘদিন ধরে সংসদটির সম্মানিত সঞ্চালকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।