জাবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
সোমবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে অমর একুশে পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, ‘১৭ আগস্ট-২০০৫ দেশব্যাপী সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালানো হয়েছিল। সেদিনের বোমা হামলাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মুর্শিদুর রহমান আকন্দসহ অন্য নেতাকর্মীরা অংশ নেন।