চলচ্চিত্র দেখতে টিএসসিতে নবীনদের ভিড়
অবশেষে গতকাল রাতে ইতালিয়ান ছবি ‘দ্য বাইসাইকেল থিফ’ প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত আয়োজন ‘ফিল্ম ফর ফ্রেশারস-২০১৫’ আসরের। দুইদিনব্যাপী উৎসবের শেষ দিনেও প্রথম দিনের মতো দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। উৎসবের ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের(টিএসসি) অডিটরিয়ামে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। অবশ্য এবারের আসরে প্রায় প্রতিটি প্রদর্শনীতে এটি ছিল নিয়মিত চিত্র। ১৭ ও ১৮ আগস্ট, দুইদিন ধরে চলা এই চলচ্চিত্র উৎসব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে উঠেছিল উঠতি চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায়।
দেশে সুস্থ চলচ্চিত্রের দর্শক তৈরি করা এবং নির্মাণে উৎসাহ প্রদান করার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সারা বছরই বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং কর্মসূচি আয়োজন করে থাকে। সে উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই ‘ফিল্ম ফর ফ্রেশারস।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য পদার্পণ করা নবীনদের জন্য শুধু এই উৎসব আয়োজন করা হয়ে থাকে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাই চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ পান। আর ছবির টিকিটও সরবারহ করা হয় একেবারে বিনামূল্যে। টিকিট বুঝে পেতে হলে শুধু আইডি কার্ড কিংবা ভর্তির পে-ইন স্লিপ প্রদর্শন করলেই চলে। ২০০৩ সাল থেকেই নিয়মিত প্রতিবছর এই আসরের আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবারের আসরটি সেই ধারাবাহিকতায় আয়োজিত। এই উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল এনটিভি অনলাইন।
উৎসবে আয়োজিত চলচ্চিত্রগুলো সাধারণত বিভিন্ন দেশের হয়ে থাকে। অর্থাৎ শুধু বাংলাদেশি, ভারতীয় কিংবা হলিউড নয়, এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভিন্ন সংস্কৃতির চলচ্চিত্রগুলোও স্থান পায় উৎসবের প্রদর্শনীতে। মূলত প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসেই চলচ্চিত্রগুলো এভাবে বাছাই করা হয়ে থাকে। এ প্রসঙ্গে আয়োজক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আলী হায়দার সাগর বলেন, “প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভেতরে উঁচুমানের চলচ্চিত্র সম্বন্ধে আগ্রহ গড়ে তোলার উদ্দেশে ‘ফিল্ম ফর ফ্রেশারস’ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ভেতরে থেকে সুস্থ ধারার চলচ্চিত্রপ্রেমী গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।”
এবার উৎসবের দুইদিনে আটটি সেশনে মোট ৯টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রথম দিন, ১৭ আগস্ট সকাল ১০টায় শুরু হওয়া প্রদর্শনীতে দেখানো হয় প্রয়াত চলচ্চিত্রকার জহির রায়হান নির্মিত বাংলা ডকুমেন্টরি ফিল্ম ‘স্টপ জেনোসাইড’ এবং সাথে আন্দ্রেই তারকোভস্কি পরিচালিত সোভিয়েত ইউনিয়নের চলচ্চিত্র ‘দ্য স্টিমরোলার অ্যান্ড দ্য ভায়োলিন’। দুপুর ১টায় শুরু হওয়া দ্বিতীয় সেশনে দেখানো হয় ফ্রেঞ্চ/ পোলিশ চলচ্চিত্র ‘দ্য পিয়ানিস্ট।’ বিকেলের শো শুরু হয় ৪টায়। প্রদর্শন করা হয় মার্কিন সাইলেন্ট কমেডি ‘দ্য জেনারেল’। প্রথম দিনের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অর্থাৎ সর্বশেষ সেশনে প্রদর্শন করা হয় সত্যজিত রায় পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘অপুর সংসার’।
দ্বিতীয় এবং উৎসবের শেষদিনে সকালে প্রদর্শন করা হয় অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র ‘জ্যাঙ্গো আনচেইনড’। এরপর দুপুরে প্রদর্শিত হয় বাংলাদেশের চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি।’ সুইডেনের ব্যানারে আসা কুর্দিশ চলচ্চিত্র ‘বেকাস’ দেখানো হয় বিকেলের শোতে। আর রাতের শো তে ইতালিয়ান চলচ্চিত্র ‘দ্য বাইসাইকেল থিফ’ প্রদর্শনের মাধ্যমে পর্দা টানা হয় এ বছরের ‘ফিল্ম ফর ফ্রেশারস’ আসরের।
চলচ্চিত্রের এই উৎসবের দুইদিন ধরেই টিএসসিতে আয়োজক আর দর্শক, উভয় পক্ষের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাই এজাতীয় আসর আয়োজন সংক্রান্ত কাজগুলো করে থাকে। অর্থাৎ টিএসসির গেটে টিকিট আর ইনফো বুথসহ চলচ্চিত্রের প্রজেকশন চালানো অথবা উৎসাহী দর্শকদের ভিড় সামলানো সবই স্বেচ্ছাসেবামূলক এই সংগঠনের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। ফলে উৎসবটি হয়ে ওঠে আরো প্রাণবন্ত। শেষ দিন বিকেলের প্রদর্শনীতে চলচ্চিত্র দেখতে এসে দর্শন বিভাগের সামিউল্লাহ সৌরভ বলেন, ‘সত্যি বলতে কি প্রচারের অভাবেই হয়তো, ধ্রুপদী সিনেমাগুলো খুব বেশি দেখার সুযোগ হয়ে ওঠে না। সেদিক দিয়ে বিনামূল্যে এমন একটি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া আমাদের মতো প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে খুবই আনন্দের বিষয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বিগত প্রায় ৬ দশক ধরেই দেশের মূলধারার চলচ্চিত্র আন্দোলনের সাথে সম্পৃক্ততা বজায় রেখে কাজ করে আসছে। ‘সুস্থ চলচ্চিত্র, সুস্থ দর্শক’, এই স্লোগান সামনে রেখে কাজ করে যাওয়া সংগঠনটি ডাকসু অনুমোদিত এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম সহযোগী এই সংগঠনটির সঞ্চালকের ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য- আ আ ম স আরেফীন সিদ্দিক।