বিকেলেই রাবিতে সুনসান নীরবতা!
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় অস্থায়ী দোকান বিকেল ৫টা এবং স্থায়ী দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীসহ দোকানদাররা।
বিশ্ববিদ্যালয় এলাকায় পুরি ও সিঙ্গারা বিক্রি করেন সেলিম মিয়া। তিনি বলেন, ‘আমি বিকেল ৫টায় দোকান খুলতাম। সাড়ে ৫টার মধ্যে পুরি-সিঙ্গার-চপ তৈরি হলে বিক্রি শুরু হয়। কিন্তু তিন দিন আগে পুলিশ এসে আমার দোকান বন্ধ করে দিয়েছে। তারপর পুলিশের গাড়ির সামনে ডেকে নিয়ে বলল, ৫টার পর যেন আর দোকান খোলা না রাখি। তাই এখন আর বিকেলে দোকান খুলি না।’
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, ‘৫টা সময় বেঁধে দেওয়াতে এখন আমাদের সবকিছু সন্ধ্যার মধ্যেই গুছিয়ে নিতে হয়। আর ৬টার পর থেকে বিশ্ববিদ্যালয় গোরস্তানে পরিণত হতে থাকে। রাতে কোনো বিশেষ প্রয়োজনেও চলাচল করলে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের হয়রানির শিকার হতে হয়। এখন দেখা যাচ্ছে খেতে হলেও যেতে হবে অনেক দূর।’
এসব বিষয়ে বিশ্ববিদ্যায়ের প্রক্টর মো. তারিকুল হাসান বলেন, ‘পুরি-সিঙ্গারার দোকানগুলো অবৈধ। এগুলোর বিশ্ববিদ্যালয়ে থাকারই কথা নেই। আমরা এদের বিকল্প ব্যবস্থা করে তুলে দিব। আর যত দিন বিকল্প ব্যবস্থা না হচ্ছে তত দিন তারা বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে পারবে।’ তিনি আরো বলেন, ‘কারণ বিকেল ৫টার পর প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারপর সেখানে বহিরাগত ছেলেমেয়েরা বসে। ফলে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরির সম্ভাবনা থাকে।’
এ ব্যাপারে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাসের বলেন, ‘ক্যাম্পাসের লাইব্রেরি-ল্যাব-দোকানপাট সবই সারা রাত খোলা রাখতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের আদর্শ। শিক্ষার্থীরা রাত জেগে পড়বে, গবেষণা করবে; দোকানপাট খোলা না থাকলে খাবে কোথায়?’