রাবিতে নির্যাতনবিরোধী ছাত্র-শিক্ষক দিবস পালিত
রাজশাহী বিশ্বদ্যিালয়ে নির্যাতনবিরোধী ছাত্র-শিক্ষক দিবস পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিশ্ববিদ্যায়ের দলীয় টেন্ট থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। দিবসের স্লোগান ছিল, ‘স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৭ সালের ২২ আগস্ট সামরিক সরকারের বিরুদ্ধে যেসব ছাত্র-শিক্ষক আন্দোলন করে তাদের নামে মামলা করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ঘটনার এত বছর পার হলেও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়নি। এমনকি বিভিন্ন সময় পুলিশ, র্যাব দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, দেশে প্রতিনিয়ত শিশু, নারী হত্যা হচ্ছে। কিন্তু বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।
রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক যারিফ মুহিব অয়ন, রাবি ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক সাইদুজ্জামান, রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক খালেদুর রাবি প্রমুখ।
২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের হাতাহাতি হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে এ আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে।
আন্দোলন দমাতে ২২ আগস্ট ঢাবি ও রাবির শিক্ষক-শিক্ষার্থীদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, তাদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করা হয়।
এরপর থেকে দিনটিকে নির্যাতবিরোধী ছাত্র-শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে প্রগতিশীল ছাত্রজোট।